এমটিনিউজ২৪ ডেস্ক : পাসপোর্ট করাতে গিয়ে আটক হয়েছেন রোহিঙ্গা নারী আটক হয়েছেন। তার নাম শারিদা (২০)। গাজীপুরে পাসপোর্ট অফিস থেকে গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ রোহিঙ্গা নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ ঠিকঠাকই সংগ্রহ করেছিলেন শারিদা (২০)। এরপর পাসপোর্ট করাতে যান পাসপোর্ট অফিসে। সেখানেও দালালের মাধ্যমে প্রয়োজনীয় প্রায় সকল কাগজপত্র ঠিকঠাক সংগ্রহ করেন।
একেবারে শেষ মুহূর্তে গাজীপুরে পাসপোর্ট কর্মকর্তাদের কাছে সন্দেহ হয়। এক পর্যায়ে এই রোহিঙ্গা নারী আটক হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, শারিদা (২০) কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। পাসপোর্ট করতে কয়েকদিন আগেই গাজীপুরে আসেন। পরে এক দালাদের মাধ্যমে পাসপোর্ট করতে অফিসে আসেন। সেখান থেকেই তাকে আটক করা হয়।