শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ০৩:৩৪:১৯

আগে জুলাইয়ের বিচার ও সনদ, পরে নির্বাচন: নাহিদ ইসলাম

আগে জুলাইয়ের বিচার ও সনদ, পরে নির্বাচন: নাহিদ ইসলাম

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার জুলাইয়ের বিচার ও জুলাই সনদ আগে দেখতে চাই, এরপর নির্বাচনের দিকে এগুতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীর বাংলামোটর রুপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার চাই। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যেখানে এখনো লাশের পরিচয় মেলেনি, এখানে বিবেকবান যে কেউ আগে বিচার চাইবে।’

নির্বাচনে জোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নিজেদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভাবছি, জোট নিয়ে এখনো চিন্তা করিনি। নির্বাচনের সময় থেকে আমরা প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি, কোন প্রেক্ষাপটে নির্বাচনে যাওয়া যেতে পারে। রাজনৈতিক দলগুলোকে সেই অঙ্গীকার করতে হবে কী কী সংস্কার তারা করবে। তা জুলাই সনদে উল্লেখ থাকবে।’

দেশজুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশজুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করছে এনসিপি, নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকার যেন কঠোর হয়। আমরা ইভটিজিংয়ের নিন্দা জানাচ্ছি।’

এসময় তিনি দাবি করেন, ‘এনসিপির নারী সদস্যদের সাইবার বুলিং চলছে, যাতে তারা রাজনীতিতে নিরুৎসাহিত হয়।’ তৃণমূলে সাংগঠনিক বিস্তারের এর কাজ চলছে জানিয়ে নাহিদ জানান, ‘আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সকল মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ এটা জনমানুষের দল।’

আগামী ১০ মার্চ আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের নিয়ে এনসিপির ইফতার সোহরাওয়ার্দী উদ্যানে বলে জানান তিনি। সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন সে অর্থে নেই। এই পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে