শনিবার, ০৮ মার্চ, ২০২৫, ১০:৫৩:৪৮

জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিলেন কাদের সিদ্দিকী

জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিলেন কাদের সিদ্দিকী

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না’ ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। 

শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে কোনো বক্তব্য দেননি তিনি।

২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলে সখীপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

এছাড়া ২০২১ সালের ৩ ডিসেম্বর রাজধানীতে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু অংশের সমাবেশেও তিনি বলেছিলেন, ‘যতদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততদিন বিএনপিওয়ালারা আমাকে কাছেও পাবে না। আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলবো, জামায়াতের সাথে আমি বেহেশতেও যেতে চাই না।’

তিনি আরও বলেছিলেন, ‘জামায়াত জাতির কাছে মাফ চাক, ভুল স্বীকার করুক, তারপর রাজপথে আসুক।’

এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেওয়ায় তার দলের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে