এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস পর কবর থেকে তোলা হয়েছে অভিনেত্রী তানজিনা তিশার সহকারী ও জুলাই অভ্যুত্থানে শহীদ আলামিনের মরদেহ।
সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে অলামিনের মরদেহটি উত্তোলন করা হয়।
শ্রীনগর উপজেলার বালাসুর এলাকার দিনমজুর আইউব খলিফার ছেলে আলামিন গত ১৯ জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর তার লাশ ময়নাতদন্ত ছাড়াই গত ২০ জুলাই বালাসুর কাশেম নগর কবরস্থানে দাফন করা হয়। সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে মরদেহ উত্তোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলামিন খলিফা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিনা তিশার সহকারী হিসাবে বেশ কয়েক বছর কর্মরত ছিলেন। গত ৯ ডিসেম্বর আলামিন খলিফার বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন মাহমুদ জানান, আদালতের অনুমতি নিয়ে সাত মাস পর মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।