মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:৫৭:৩০

যে সুখবর ভূমি নিবন্ধন ইস্যুতে

যে সুখবর ভূমি নিবন্ধন ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি নিবন্ধনে দরদামের মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুর রহমান বলেন, ভূমি নিবন্ধনে দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দেয়া মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার অনেক কমানো হবে।

এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলো কর ফাঁকি দিচ্ছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে