বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ০৮:১৯:৪১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

যমুনা সেতু পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০-২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত দুটি বাস সরাতে কিছু সময় লাগে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে বাসগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে