রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ০২:৪৩:২৫

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশে নকিয়ার বড় চমক

দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশে নকিয়ার বড় চমক

এমটিনিউজ২৪ ডেস্ক : নকিয়ার জনপ্রিয় ফিচার ফোন ৩২১০ নতুন রূপে আবার বাজারে এসেছে। ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রথমবার বাজারে আসা এই ফোন বিশ্বব্যাপী প্রায় ১৬ কোটি ইউনিট বিক্রি হয়েছিল। দীর্ঘ ২৫ বছর পর সোনালি, নীল ও কালো রঙে নতুন ডিজাইনের নকিয়া ৩২১০ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা। সম্প্রতি এইচএমডি গ্লোবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সংস্করণের ফোনটিতে ২ দশমিক ৪ ইঞ্চি কিউভিজিএ রেজল্যুশনের ডিসপ্লে রয়েছে। পেছনে এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেলের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। শক্তিশালী ১ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এই ফোন একবার চার্জে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত টানা কথা বলার সুবিধা দেবে।

ফোনটির বিল্ট-ইন স্টোরেজ ১২৮ মেগাবাইট হলেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এটি ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এতে ৬৪ মেগাবাইট র‍্যামের পাশাপাশি এফএম রেডিও, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০ সুবিধা রয়েছে।

ফোনটিতে ফোরজি ইন্টারনেট সাপোর্ট থাকায় আগের মডেলের তুলনায় আরও উন্নত সংযোগ পাওয়া যাবে। এটি ডুয়াল সিম সুবিধাসহ এসেছে, যা একই সঙ্গে দুটি সিম ব্যবহারের সুযোগ দেবে।

এছাড়া গ্রামীণফোনের সঙ্গে একটি বিশেষ বান্ডিল অফার থাকায় নির্দিষ্ট পরিমাণে ফ্রি ইন্টারনেট ডেটাও দেওয়া হবে। নকিয়ার এই নতুন ফিচার ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং সহজ ব্যবহারযোগ্য ডিজাইনের কারণে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে