রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ০৮:৪২:৩০

জানেন আজ হঠাৎ কত হলো স্বর্ণের দাম?

জানেন আজ হঠাৎ কত হলো স্বর্ণের দাম?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি দুই হাজার ৩৮৭ টাকা বাড়িয়ে এক লাখ ৫৩ হাজার ৪৭৪ টাকা ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এতদিন এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকা বিক্রি হয়ে আসছিল।

রোববার (১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

এতদিন প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা ছিল।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার (১৪ মার্চ) ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে তিন হাজার ডলার। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রথমবারের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়েছে। স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৪ দশমিক ৮৬ ডলার স্পর্শ করার পর বর্তমানে তা অবস্থান করছে ২ হাজার ৯৯৭ দশমিক ৭৫ ডলারে।

মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপের ওপর জারি করা নতুন শুল্ক হুমকির পর বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে