রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:১৮:২২

এবার যে নতুন বার্তা ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে

এবার যে নতুন বার্তা ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ১২ জেলার ওপর দিয়ে যে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটিও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া দফতরের দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে। একইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ হ্রাস পেতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে