বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ০৫:৫০:২১

খোঁজ পাওয়া গেছে নাজমুল হাসান পাপনের

খোঁজ পাওয়া গেছে নাজমুল হাসান পাপনের

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। জানা গেছে, সেন্ট্রাল লন্ডনের এক‌টি অভিজাত হোটেলে থাকছেন পাপন। 

মঙ্গলবার (১৮ মার্চ) হোটেলের কাছে একটি সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে।

বাংলাদেশে সরকার প‌রিবর্তনের পর ব্রিটেনে এসে রাজনৈ‌তিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মা‌ল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বি‌নিয়োগকারীসহ অন্য ভিসায়। 

জানা গেছে, সাবেক এম‌পি নজরুল ইসলাম বাবু আছেন সুইজারল‌্যা‌ন্ডে। পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশেও আছেন নেতারা। সারা বছরের ভিসা নিয়ে অনেকে আছেন সৌ‌দিতে। সাম্প্রতিক সময়ে দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগু‌লোতেও আওয়ামী লীগের দাপুটে অনেক নেতাদের দেখা গে‌ছে।

এখন পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈ‌তিক আশ্রয় চাওয়ার বিষয়ে নি‌শ্চিত হওয়া গেছে। তাদের ম‌ধ্যে আওয়ামী লী‌গের সাবেক এম‌পি রনজিত চন্দ্র সরকার ও বিধ‌ান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। 

খা‌লিদ মাহমুদ চৌধুরী প‌রিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লী‌গের সভাপতিমন্ডলীর সদস‌্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ড‌নে।

যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মী‌দের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে প‌রিবারের সদস‌্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ‌ড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।-ঢাকা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে