শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৬:১৬

আপনি তো মা, সন্তানদের দাবি মেনে নিন : এরশাদ

আপনি তো মা, সন্তানদের দাবি মেনে নিন : এরশাদ

ঢাকা : মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মা, আপনার সন্তানদের দাবি মেনে নিন।  এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনরত শিক্ষকদের পানি পান করিয়ে অনশন ভাঙান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সংহতি জানিয়ে এরশাদ বলেছেন, বাবা-মায়ের পর শিক্ষকদের স্থান।  তারা রাস্তায় অবস্থান করছেন।  অথচ আজ কেউ তাদের দেখার নেই।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ শিক্ষক ঐক্য প‌রিষদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ফলে ৫ বছর বিনাবেতনে শিক্ষকরা কীভাবে এতদিন বেঁচে আছেন এটাই প্রশ্ন।  শিক্ষকরা আমাদের মানুষ করে, আর শিক্ষকরাই মানবেতর জীবন যাপন করছে।  তাই শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনশন প্রত্যাহার করে ঘরে ফিরে যান।  শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় আমি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করি, যথাযথ ব্যবস্থা নেবেন।  

এর আগে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায়।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে