শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:১৭:২৪

বাংলাদেশকে এবার যে বড় সুখবর দিল চীন

বাংলাদেশকে এবার যে বড় সুখবর দিল চীন

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে চীন। তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নিজস্ব বিনিয়োগ করতে চায়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম।

তিনি আরও বলেন, চীনে বসবাসকারী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে সেখানে চারটি ডেডিকেটেড হাসপাতাল নির্বাচন করা হয়েছে। চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে। একই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানি যাতে এ দেশে স্বাস্থ্যসেবা গড়ে তুলে সে বিষয়েও আলোচনা হচ্ছে।

প্রধান উপদেষ্টার চীন সফরে এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, চীনের স্বাস্থ্যসেবা অনেক উন্নত। তাদের সেই প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের দোরগোড়ায় নিয়ে আসার বিষয়ে আলোচনা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে