ঢাকা : পিলখানা বিডিয়ার বিদ্রোহের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই জড়িত ছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। এ ঘটনায় উসকানিদাতাদের তদন্তের মাধ্যমে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘চলমান রাজনীতি দেশ ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের ৭০ শতাংশই আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্য। তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি সরকারের সময় বেছে বেছে তাদের পিলখানায় পোস্টিং দেয়া হয়েছিল।
তিনি বলেন, যেদিন পিলখানায় বর্বর এ হত্যাযজ্ঞ সংগঠিত হয় সেদিন খালেদা জিয়া অনেক ভোরেই তার বাড়ি থেকে গোপনে বেরিয়ে গিয়েছিলেন। কয়েকদিন তার বাসাতেও ছিলেন না তিনি। সেদিন এত ভোরে ঘুম থেকে উঠে কোথায় গিয়েছিলেন তিনি তা আগে জানাতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বিডিআরের জোয়ানদের এটা কোনো বিদ্রোহ ছিল না। এটি একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছিল।
মানববন্ধন ও সভা-সমাবেশ করে পৈশাচিক ওই হত্যার তদন্ত দাবি জানানোয় বিএনপিকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এ প্রচার ও প্রকাশনা সম্পাদক।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আব্দুল হাই কানু প্রমুখ।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম