শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:০৫:২১

বিশাল সুখবর বিকাশ গ্রাহকদের জন্য, বিকাশ পে লেটার, সহজ কিস্তিতে স্মার্টফোন

বিশাল সুখবর বিকাশ গ্রাহকদের জন্য,  বিকাশ পে লেটার, সহজ কিস্তিতে স্মার্টফোন

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে বিকাশ, সিটি ব্যাংক পিএলসি ও সেলেক্সট্রা লিমিটেডের মধ্যে পার্টনারশিপের মাধ্যমে স্মার্টফোন কেনার নতুন সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগ স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাশ পে লেটার: সহজ কিস্তিতে স্মার্টফোন
বিকাশ পে লেটার সেবা ব্যবহার করে গ্রাহকরা এখন সহজ কিস্তিতে নোকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে অর্থায়ন করবে সিটি ব্যাংক এবং স্মার্টফোন সরবরাহ করবে বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর সেলেক্সট্রা লিমিটেড।

পার্টনারশিপ নিয়ে বিশেষজ্ঞদের মতামত
বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “বিকাশ আর্থিক সেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাবেন, যা ডিজিটাল ইকোসিস্টেমের সাথে তাদের সংযোগ আরও দৃঢ় করবে।”

সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, “বিকাশ পে লেটার-এর মাধ্যমে স্মার্টফোনকে গ্রাহকদের জন্য আরও সহজলভ্য করা হলো। এই উদ্যোগটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য আরও ফ্লেক্সিবেল পেমেন্ট সল্যুশনস দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে গৃহীত হয়েছে।”

সেলেক্সট্রা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশে নোকিয়া ও এইচএমডি মোবাইলের ন্যাশনাল ম্যানুফ্যাকচারার ও ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ দেশজুড়ে উচ্চমানের স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াবে। বিকাশ পে লেটার এবং সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে গ্রাহকরা এখন আরও সংযুক্ত ও কার্যকর থাকার জন্য প্রয়োজনীয় ডিভাইসের মালিক হতে পারবেন।”

ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন মাইলফলক
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচএমডি গ্লোবাল-এর কান্ট্রি ম্যানেজার কাজি আল আমিন।

এই পার্টনারশিপ দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও আধুনিক মোবাইল প্রযুক্তির সহজলভ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে