ঢাকা : রাজধানীর উত্তরায় গ্যাসলাইনের বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ হন পাঁচজন। বড় ছেলে সালিন বিন নেওয়াজের (১৫) মৃত্যুর এক ঘণ্টা পরই মারা গেল তার ছোট ভাই। ছোট ভাই জারান বিন নেওয়াজও (১৪ মাস) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায় সে। এর আগে ৫টার দিকে তার বড় ভাই সালিন বিন নেয়ার মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, কিশোর সালিন বিন নেওয়াজের শরীরের ৮৮ শতাংশ পুড়ে গিয়েছিল। সালিন উত্তরা রাজউক স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে পরিবারের বড় সন্তান। ছোট ছেলে জারানের শরীরের ৭৪ শতাংশ পুড়েছিল।
আজ ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের (রোড নম্বর-০৩) ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
এরা হলেন গৃহকর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের ছেলে সালিন বিন নেওয়াজ (১৫) ও জারিফ (১০) এবং ১৪ মাস বয়সী ছেলে জারান।
জানা গেছে, শুক্রবার ভোরে সুমাইয়া রান্নাঘরে গিয়ে আগুন দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা গেলে তারাও দগ্ধ হন। সালিন ছোটভাই জারানকে নিয়ে সেখানে গেলে দুজনই দগ্ধ হয়।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম