মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:৩২:৩৪

এবার ঈদের আগে আজ হঠাৎ কত হলো স্বর্ণের ভরি জানেন?

এবার ঈদের আগে আজ হঠাৎ কত হলো স্বর্ণের ভরি জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দামের সর্বোচ্চ মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহের ব্যবধানে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এক হাজার ১১৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা এতদিন ১ লাখ ৫৪ হাজার ৯৬৮ টাকা বিক্রি হয়ে আসছিল।

মঙ্গলবার (২৫ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ দাম বেড়ে হবে এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে