এমটিনিউজ২৪ ডেস্ক : প্রথমবারের মতো ঈদুল ফিতরে স্বল্প আয়ের নাগরিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। সোমবার (২৪ মার্চ) নগরীর আট জোন এলাকায় ১১ গরু জবাই করে এক কেজি মাংস প্রতিজনকে ৫০০ টাকা দরে দেওয়া হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মাসিক সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্বল্প আয়ের বহু মানুষ বসবাস করেন। বাজারে মাংসের মূল্য বেশি হওয়ায় অনেকে নিয়মিত কিনে খেতে পারেন না। তারা যাতে কম মূল্যে মাংস কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারেন সেজন্য প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প আয়ের মানুষের প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস বিক্রি করা হবে। এর বেশি কাউকে দেওয়া হবে না। প্রতি কেজি মাংসের মূল্য হবে ৫০০ টাকা। ইতোমধ্যে প্রায় ৫-৬ মণ ওজনের ১১টি গরু কেনা হয়েছে।