ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন কমিশন (ইসি) মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
তিনি বলেছেন, মনোনয়নপত্র জমা দিতে বাধা, হুমকি ধমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। এতে প্রায় ১১৪ জনের মতো বিএনপি মনোনীত প্রার্থী তাদের প্রার্থিতা হারিয়েছেন।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেয়ার পরিকল্পনা করছেন নির্বাচন কমিশন। নির্দেশনাও শিথিল করা হচ্ছে। কি উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে তা সবার কাছে পরিষ্কার।
তিনি বলেন, আগে পৌরসভা নির্বাচনে কমিশনের নির্দেশনা ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অস্ত্র হাতে বসে থাকলে চলবে না। অথচ এবার আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো জোরালো নির্দেশনা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এসব পরিকল্পনা ও নির্দেশনা ইউপি নির্বাচনে শাসকদলের চেয়ারম্যান প্রার্থীদের জিতিয়ে দেয়ার মহাপরিকল্পনা বলে মন্তব্য করেন তিনি।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম