বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ০৩:১৫:১৯

গণফোরামের নির্বাহী সভাপতিকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী

গণফোরামের নির্বাহী সভাপতিকে দেখতে হাসপাতালে রুহুল কবির রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রিজভী তাকে দেখতে যান। 

এর আগে সকালে ফুসফুসের প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সুব্রত চৌধুরী। বর্তমানে ওই হাসপাতালের ড. বরেন চক্রবর্তী তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

তিনি বলেন, সুব্রত চৌধুরী এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে