বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ০৩:৫৪:০৮

ঈদযাত্রার তৃতীয় দিনেও রেল ও সড়কপথে কোনোরকম ভোগান্তি নাই

ঈদযাত্রার তৃতীয় দিনেও রেল ও সড়কপথে কোনোরকম ভোগান্তি নাই

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদযাত্রার তৃতীয় দিনেও রেল ও সড়কপথে কোনোরকম ভোগান্তি ছাড়াই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরাও।

সরেজমিন কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, বুধবার (২৬ মার্চ) সকাল থেকে কোনোরকম শিডিউল বিপর্যয় ছাড়াই সব কটি ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে।

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কমলাপুর রেলস্টেশন থেকে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটের নতুন এক জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে আসেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় তিনি বলেন, ঈদ এলে যে টিকিটের সংকট তৈরি হয় তা দূর করতে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।

রেলওয়ের দুর্নীতি ও অপচয় লোকসানের মূল কারণ মন্তব্য করে রেলপথ উপদেষ্টা বলেন, রেল খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

এদিকে রেলপথের পাশাপাশি সড়কপথেও অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা। সড়কে এখনও তেমন একটা যানজট না থাকায় বাসস্ট্যান্ড থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে