বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১২:৪৭:৫৪

সকল পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলেম ওলামারা: হাসনাত আবদুল্লাহ

সকল পর্যায়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলেম ওলামারা: হাসনাত আবদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় আলেম ওলামারা শিকার হয়েছে। সবকিছু থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। 

আজ বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জাতীয় নাগরিক পার্টি’র উদ্যোগে এবং হাসনাত আব্দুল্লার তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিল এবং হিফজুল কোরান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘গত দেড় দশক সময় ধরে ইসলামিক যে পড়াশোনা আমাদের মাদরাসাগুলোতে হয়েছে, সেগুলো দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হত। আলেম ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় তাদেরকে শিকার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধর্মীয় যে লোকগুলো রয়েছি তারা ধৈর্যের পরিচয় দিয়েছি।

হাসনাত বলেন, সাম্প্রদায়িক উস্কানী আমাদের সব সময় আমাদেরকে দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক উষ্কানিতে আমাদের সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখেছি ভবিষ্যতেও সেভাবে এগিয়ে যাব।’

কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেবীদ্বারকে জাতীয় নাগরিক পার্টির আসন হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেবীদ্বার আসনটি এনসিপির একক আসন হিসেবে গড়ে তুলব।

হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম রাম্পুর মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা লোকমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, বিএনপি কুমিল্লা (উ.) জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী, অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে