বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ০৭:৩৫:৪৬

যে ৪ ব্যাংক খোলা থাকবে শুক্রবারও, যত ঘণ্টা করা যাবে লেনদেন

যে ৪ ব্যাংক খোলা থাকবে শুক্রবারও, যত ঘণ্টা করা যাবে লেনদেন

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় মালিকানার চারটি ব্যাংক খোলা থাকবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি  সার্কুলার জারি করেছে।

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে।
এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

আর খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।  শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার চারটি ব্যাংক খোলা রাখার এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে