বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ০৭:৪৩:২৫

এবার বিএনপির প্রতি যে আহ্বান জানালেন ডা. তাসনিম জারা

এবার বিএনপির প্রতি যে আহ্বান জানালেন ডা. তাসনিম জারা

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা বলেছেন, ‘এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে; আসুন, তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই।’

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিভায়েড পেজ থেকে একটি ফটোকার্ডের ক্যাপশনে এসব কথা লেখেন। গতকাল বুধবার (২৬ মার্চ) চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. জাবেদ (৪৫) নামের এক পথচারী নিহত হন। আহত হন আরো ৩০ জন। গণমাধ্যমে প্রকাশিত এসংক্রান্ত ফটোকার্ড শেয়ার করেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তা যদি আমরা হাতছাড়া করি, তাহলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরো বাড়বে। তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না।

বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারাও অগ্রণী ভূমিকা রাখুন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে