বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:১৩:৩৯

এবার বাংলাদেশ থেকে ২৫২ মেট্রিক টন আলু গেল যে দেশে

এবার বাংলাদেশ থেকে ২৫২ মেট্রিক টন আলু গেল যে দেশে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি ছুটির একদিন পর আবারও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ১২টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয়।

থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টার প্রাইজ ও প্রসেস এগ্রো নামের চারটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে।

এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাসের বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে ২ হাজার ৩৩১ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে নেপালে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফতানি করা আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে দুপুর থেকে বিকেল পর্যন্ত পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে। সবশেষ মঙ্গলবার (২৫ মার্চ) বন্দরটি দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু পাঠানো হয়। এ পর্যন্ত নতুন করে পাঠানো আলুসহ গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২ হাজার ৩৩১ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ৬ এপ্রিল থেকে আবারও কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে