বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:২৬:৪৮

'দোয়া করেছিলাম হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন'

'দোয়া করেছিলাম হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন'

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জুলাই ২৪-এ জালিম চলে গেছে, কিন্তু জুলুম রয়ে গেছে। স্বৈরাচারি কাজ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুষ-দুর্নীতি অত্যাচার বন্ধ হয়নি।

বৃহস্পতিবার  (২৭ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তা ছিনতাই হয়ে গেছে। যতদিন পর্যন্ত শতভাগ মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।
 
উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে আ স ম আবদুর রবের বাসভবনে অনুষ্ঠিত ইফতার মহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব আরও বলেন, ‘আমি আমার পরিবারের জন্য রাজনীতি করিনি, রাজনীতি করেছি গরিব, শ্রমিক মেহনতি মানুষের জন্য। অনেকে বলেন নির্বাচন চাই, নির্বাচন তো দিবে। নির্বাচিত সরকার তো ছিল, কিন্তু যারা মারা গেছে তাদের কী হবে? স্বৈরাচারের শেকড় মাটি থেকে স্বমূলে উচ্ছেদ করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশ সংস্কার করবে? নাকি সন্ত্রাসীরা যে লেজ রেখে গেছে, তারা যে টাকা পাচার করছে, সেগুলো সমাধান করবে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেখানে হাত দিবেন দেখবেন কিছুই নাই। সব লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করতে হবে। আমি ছোট ছোট বাচ্ছাদের ধন্যবাদ জানাই, আমরা লাখ লাখ লোকে যেটা পারিনি, তারা সেটা গুলি অস্ত্র না ছুড়ে সে বিজয় অর্জন করেছে।

আ স ম রব বলেন, আজকে কোন এমপি মন্ত্রী বাড়িতে নেই, কারণ তারা চুরি করেছে। আমরা বাড়িতে আছি, আমরা চুরি করিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব, কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিএনপির রামগতি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, বড়খেরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের আহ্বায়ক আবদুল্যাহ আল নোমান, উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, জেএসডির (ছাত্রলীগ) আহ্বায়ক আসিফুল ইসলাম রিয়াজসহ অঙ্গ সংগঠনের নেতারা।
 
ইফতার আয়োজনে উপজেলার গণমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে