এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন নাই। রণাঙ্গনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। আর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা দিশেহারা হয়ে বর্ডার ক্রস করে ভারতে কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা সেখানে বিরাট বড় বড় হোটেলে আরাম আয়েশ করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নরসিংদী শহরের চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, আমাদেরকে বলা হয় তারা নাকি মুক্তিযুদ্ধের দল; মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তারা কোথায় মুক্তিযুদ্ধ করেছে তা জানতে চাই? আমি যতদূর জানি তারা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। কারণ তারা ভারতে পালিয়ে গিয়েছিল। বিএনপি হলো রণাঙ্গণের মুক্তিযোদ্ধা। এই হলো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।
বিএনপির এই নেতা আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। তারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের সকল সুবিধা নিয়েছে। স্বাধীনতাত্তোর শেখ মুজিবুর দেশে এসে তিনি জাতীয় সরকার না করে দলীয় সরকার করেছেন। একদলীয় সরকার গঠন করে তিনি ৭৪ এ সংবিধান পরিবর্তন করে বাকশাল কায়েম করেছেন।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।