শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১০:৫৩:৩৯

কোথাও নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

কোথাও নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদের ছুটিতে মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই।

ঘরমুখো মানুষের সংখ্যামানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, র্যাব কাজ করছে। মহাসড়কে বিভিন্নস্থানে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, শুক্রবারা (২৮ মার্চ) ছুটির দিনে মহাসড়কে কোন যানজট নেই। গাড়ির চাপ একটু বেশি থাকলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।

তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রীদের যানজটমুক্ত নিরাপদ রাখতে জেলা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। আশা করছি ঈদের আগদিন পর্যন্ত নারায়ণগঞ্জের মহাসড়ক এলাকা যানজটমুক্ত রাখতে পারবো।

উল্লেখ্য, রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ।

নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে দক্ষিণ-পশ্চিমের মানুষ : এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্নে পার হচ্ছেন দক্ষিণ-পশ্চিমের মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই বাড়ছে যানবাহনের চাপ। তবে যানজট বা ভোগান্তি না থাকায় উৎসবের রংয়ে স্বস্তির হাসি মানুষের মুখে। কিন্তু গণপরিবহণ ও যাত্রীবাহী বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। পদ্মা সেতু পার করতেই নেওয়া হচ্ছে ২০০ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে