শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:০২:৩৫

হামলার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশে

হামলার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রদের সমাবেশে

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের কানাইঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কানাইঘাট উপজেলার মধ্যবাজারে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হটিয়ে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছেন। এসময় পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী জুবায়ের আহমদ চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার সব ছাত্র সংগঠনকে নিয়ে শুক্রবার উপজেলার আল রিয়াদ কমিউনিটি সেন্টার ইফতার মাহফিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের বিচারসহ ১৩ দফা দাবিতে আসরের নামাজের পর উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি মধ্যবাজারে এসে সমাবেশ করতে চাইলে সেখানে উপস্থিত জনতার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংগঠনটির ব্যানার ছিঁড়ে ফেলা ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব আবু সুফিয়ান সোহাগ বলেন, ‘পুলিশের অনুমতি নিয়েই কানাইঘাট উপজেলার সব ছাত্রসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ১৩ দফা দাবিতে মিছিল ও সমাবেশও ছিল। এরই আলোকে উপজেলার মধ্যবাজারে সমাবেশ করতে গেলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যবসায়ী পরিকল্পিতভাবে হামলা করেন। এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের ব্যানার ছিঁড়ে ফেলেন ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন।’

এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘ইফতার মাহফিলে থানার ওসি উপস্থিত থাকার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন। কিন্তু হামলার সময় ওসিকে ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টো আমাদের ধাক্কা দিয়ে রাস্তা খালি করার কথা বলে। পরে আমরা ইফতার শেষ করে থানায় গেলে অভিযোগ নিতে গড়িমসি করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে রাত ১০টার দিকে অভিযোগ গ্রহণ করেন ওসি।’

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘কোনো হামলা হয়নি। মিছিল দেওয়ায় সাধারণ জনগণ বলেছে এই সময়ে কিসের মিছিল। এটা নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কয়েকজন অভিযোগ দিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তারাও বৈষম্যবিরোধী আন্দোলনকারী। যেহেতু অভিযোগ দেওয়া হয়েছে, সেটা আগামীকাল তদন্ত করে দেখা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে