শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:১৫:৪৩

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ৩২ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলো বিএনপি

মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ৩২ শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলো বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর বিএনপি রোজার শুরুতে ঘোষণা দেয়, মাসব্যাপী যেসব শিশু-কিশোর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের প্রত্যেককে বাইসাইকেল উপহার দেওয়া হবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী এলাকার ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‌‘বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশকে চেটেপুটে খেয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতেও শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। তারা আগেই পালিয়ে গেছেন। কারণ, বিদেশে তাদের বাড়িঘর আছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে দেশের এই তরুণ-কিশোররা জীবন দিয়ে লড়েছে, রক্ত দিয়েছে। গুলির সামনে দাঁড়িয়েছে মুগ্ধ, আকরাম, আবু সাঈদরা। তাদের এ আত্মদান মহিমান্বিত। তরুণ-কিশোরদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তাদের দোসররা।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘বাংলাদেশে যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনে দলের প্রত্যেক নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া হয়ে ফেরারি জীবনযাপন করেছেন বিগত দিনে। মামলার কারণে বাবার মরদেহ পর্যন্ত দাফনে যেতে পারেননি তারা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে