শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ০৩:০৮:২৯

ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় দুই ঈদগাহ ময়দান

ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় দুই ঈদগাহ ময়দান

এমটিনিউজ২৪ ডেস্ক : ঈদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এছাড়া দেশের বিভাগীয় শহরগুলোতেও তৈরি হচ্ছে প্রধান ঈদ জামাতের স্থান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের নামাজ আদায়ে সমাবেত হবেন মুসল্লিরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। রোড-রোলার দিয়ে সমান করা হচ্ছে মাটি। ঘাস রোপণ করে তাতে ছিটানো হচ্ছে পানি।

প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ২৩ একর জমি নিয়ে বিস্তৃত মাঠটিতে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা আসেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা রাখছে কর্তৃপক্ষ। ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ১৪৫টি মাইক রাখা হয়েছে। রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়েছে। ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমী।

এদিকে, ১৯৮তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ১০টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ছয় একর আয়তনের ঈদগাহে চার স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য।

এছাড়া, সব বিভাগেই প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামায়াতের স্থান। সকাল ৮টায় চট্টগ্রামে প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই সময়ে সিলেটের শাহী ঈদগাহ, খুলনায় নগরীর সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠ, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর সকাল সাড়ে ৮টায় রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা রয়েছে।

বিভাগীয় শহরগুলোতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় শুরু হবে। জামাতের স্থানগুলো হলো: চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ, সিলেট শাহী ঈদগাহ ময়দান, খুলনা সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠ, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে