শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ০৩:৫৮:২৯

হঠাৎ বাসে উঠলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নিলেন যাত্রীদের

হঠাৎ বাসে উঠলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নিলেন যাত্রীদের

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঈদ যাত্রা তদারকি করতে বের হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি হঠাৎ বাসে উঠে যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন এবং ভাড়া সম্পর্কে জানতে চাইছেন।

শনিবার বেলা ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, "আমি এখানে এসেছিলাম টিকিটের দাম অতিরিক্ত আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবে যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে আপনাদের বিআরটিএ ভিজিলেন্স টিম অথবা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে