শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ০৪:৪৫:১৪

আ. লীগের পুনর্বাসন কোন ভাবেই বাংলাদেশ ছাত্র জনতা মেনে নিবে না: মাহবুব আলম

আ. লীগের পুনর্বাসন কোন ভাবেই বাংলাদেশ ছাত্র জনতা মেনে নিবে না: মাহবুব আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের পুনর্বাসন কোন ভাবেই বাংলাদেশ ছাত্র জনতা মেনে নিবে না। কোন ভাবেই পুনর্বাসিত হতে দিবে না। আওয়ামী লীগের যারা পুর্নবাসন করতে চায় তাদেরও মানুষ মেনে নিবে না। আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে, তাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। বলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মাহবুব আলম।
 
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলায় শহীদ ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মাহবুব আলম আরও বলেন, বিগত দিনে যতগুলো প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে সেগুলোকে সংস্কার করে জনকল্যাণমুখী করতে হবে এবং সংস্কারের সাথে সাথে জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে। তারপর মানুষের আকাঙ্খিত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তবে শুধু যদি নির্বাচনই লক্ষ্য হয়ে থাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা পাবো না। তাই নির্বাচনের আগে প্রতিটি স্তরে সংস্কার করতে হবে।
 
ইফতার ও দোয়া অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব, যুগ্ম মুখ্য সমন্বয়ক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সদস্য ইব্রাহীম নাফিজ, জাতীয় নাগরিক পার্টির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, মোবারক হোসেন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে