শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০২:১৮

এবার হজের সুযোগ পাবেন ১০১৭৫৮ জন

এবার হজের সুযোগ পাবেন ১০১৭৫৮ জন

ঢাকা : চলতি বছর হজে যাবার সুযোগ পাচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি।  এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

শুক্রবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এবার হজযাত্রী নিয়ে কোনো ধরনের প্রতারণা করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

হজযাত্রীদের উদ্দেশ করে ধর্মমন্ত্রী বলেন, কোনো এজেন্সি বা ব্যক্তি যদি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করে বা অতিরিক্ত টাকা নেয় তাহলে জানাবেন। তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার আশকোনা হজ অফিসে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ চলাকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিনিধি দল সৌদি আরবের সঙ্গে হজচুক্তি করেছে।  চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে