মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ০৪:৩১:১৮

আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়

আঘাত হানতে পারে তীব্র কালবৈশাখী ঝড়

এমটিনিউজ২৪ ডেস্ক : এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি, আগামী মাসে তীব্র কালবৈশাখী ঝড়ও আঘাত হানতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন মডেল, উপাত্ত ও বায়ুমণ্ডলীয় বিশ্লেষণের মাধ্যমে এই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বজ্রসহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে ৫ থেকে ৭ দিন, এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এপ্রিল মাসে বঙ্গোপসাগরে লঘুচাপের পাশাপাশি, আবহাওয়া অফিস আরও জানায়, দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এই সময়েই দেশে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

এ কারণে, আবহাওয়া অধিদফতর জনগণকে আগাম সতর্কতা অবলম্বন এবং ঝড় বা তাপপ্রবাহের সময় যথাযথ প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে