শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ১১:৩৮:০৭

রাজধানীর মিরপুর থেকে ১০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর উদ্ধার!

রাজধানীর মিরপুর থেকে ১০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর উদ্ধার!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মিরপুরের এক আবাসিক এলাকা থেকে থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) অজগরটি উদ্ধার করা হয়।

ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) শারমীন আক্তার জানান, শুক্রবার মধ্যরাতে মুঠোফোনে একটি বার্তার মাধ্যমে সাপ দেখার তথ্য জানতে পারি। দ্রুত সেটা ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানাকে অবহিত করা হয়। নির্দেশনা অনুযায়ী তার তত্ত্বাবধানে বন্যপ্রাণী উদ্ধারে স্বেচ্ছাসেবী দল সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচারের (সোয়ান) কয়েকজন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

 গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাখেরা আক্তার শিমু জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি একটি পুরুষ বার্মিজ পাইথন। সোয়ান টিম সাপটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করে এবং পরবর্তীতে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে