রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫:৫৮

এবার মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াতের যে নেতা

এবার মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াতের যে নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : চিকিৎসার জন্য আজ রবিবার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।

ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল।

এবার সেই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলাওয়ার হোসেন। সম্প্রতি তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলাওয়ার হোসেন। বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছেন অনেকে।

ওই পোস্টে দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’

সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে