সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৫:৪৪

রোববার সকাল থেকে বুলুর শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে এবং অবস্থার অবনতি ঘটে

রোববার সকাল থেকে বুলুর শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে এবং অবস্থার অবনতি ঘটে

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে রোববার (৬ এপ্রিল) কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে এনে ভর্তি করা হয়।

সোমবার (৭ এপ্রিল) সকালে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গতকাল (৬ এপ্রিল) নোয়াখালীর নিজ বাড়ি থেকে ঢাকায় আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বমি হওয়ার পাশাপাশি তার ব্লাড প্রেশারও বৃদ্ধি পেয়েছিল। তখন দ্রুত তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তির পাশাপাশি সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।

তিনি আরও বলেন, আজ সকালে বরকত উল্লাহ বুলুকে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে। 

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ঈদুল ফিতরের পরের দিন থেকে নিজ নির্বাচনী এলাকায় টানা বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকার পরও বেশ কয়েকটি রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে গত শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে রোববার সকাল থেকে তার শ্বাসকষ্টজনিত রোগ প্রকট আকার ধারণ করে এবং ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারই ধারাবাহিকতায় ঢাকায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে