মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:৩১:৫৯

নাম পরিবর্তন যে দুই থানার

 নাম পরিবর্তন যে দুই থানার

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। দুটি থানা বঙ্গবন্ধু সেতু প্রান্তে অবস্থিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের প্রজ্ঞাপনে জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

যে দুটি থানার নাম পরিবর্তন হলো—

টাঙ্গাইল জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে