মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:২১:৪৩

মিছিলে অংশ নিতে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

মিছিলে অংশ নিতে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : টাঙ্গাইলের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নুর মিয়া আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল। 

মঙ্গলবার (৮এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ করোটিয়া টাঙ্গাইল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মিয়া আনসারীকে (৪০) ঢাকা মহানগরী গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে পল্লবী এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন বলে স্বীকার করেন।

এছাড়াও তার নামে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে