মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:৪১:৫৭

৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার তুরিন আফরোজ

৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার তুরিন আফরোজ

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। 

এর আগে, তুরিন আফরোজকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় তুহিন আফরোজ নিজেই কথা বলেন। শুনানি শেষে আদালত কার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। 

এ ঘটনায় গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন তিনি। মামলার এজাহারনামীয় ৩০ নম্বর আসামি তুরিন আফরোজ।

এর আগে, রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে সোমবার (৭ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে সরকারবিরোধী পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে