মেহেরপুর: মেহেরপুরের গাংনিতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুকুর আলী। তিনি গাংনি উপজেলার নিশিপুর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে।
শনিবার সকাল ৭টায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। শুকুর আলীর মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস