বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯:২৪

সাকা চৌধুরীর মামলার সাক্ষীকে আটক করল স্থানীয়রা, পরে পুলিশের কাছে সোপর্দ

সাকা চৌধুরীর মামলার সাক্ষীকে আটক করল স্থানীয়রা, পরে পুলিশের কাছে সোপর্দ

এমটিনিউজ২৪ ডেস্ক : ১৯৭১ সালের মানবতাবিরোধী মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা হিসেবে অভিযুক্ত রাঙ্গুনিয়ার নুরুল আবছার কক্সবাজারের রামুতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

আটক নুরুল আবছার চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

স্থানীয়রা জানান, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর মিথ্যা সাক্ষ্যদাতা হিসেবেও স্বীকার করেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী আরও জানান, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে