বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:৩৬:৪৪

যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল: মির্জা ফখরুল

যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজের ও স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান বিএনপির মহাসচিব। পাশাপাশি ওই পোস্টে স্ত্রীর অস্ত্রোপচার ও সে সময় কারাগারে থাকার স্মৃতিচারণও করেন তিনি।

 ওই ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ২০২২ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। তবে তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়।

আমার মেয়ে দ্রুত ঢাকায় আসে। আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডা. জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিল না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিয়েছিলেন।

ফেসবুক পোস্টে দুঃসময়ে পাশে থাকার জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলো নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।

স্ত্রীর শারীরিক অবস্থা জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তবে, আমাদের ছয় মাসের মধ্যে আবারও আসতে হবে।

এ অবস্থায় সবার প্রার্থনা এবং শুভকামনার জন্য বিএনপির মহাসচিব কৃতজ্ঞতা জানান। 

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে