শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:১৭:৩৮

সুখবর, রাজধানীতে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

সুখবর, রাজধানীতে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বাংলা ১৪৩২ সন। আর দিনকয়েক বাদেই পহেলা বৈশাখ। নতুন বছর বরণে প্রস্তুতি নিচ্ছেন সবাই। চলছে ভোজনরসিক মাছে-ভাতে বাঙালির ইলিশ পান্তা খাওয়ার তোড়জোড়ও।

পহেলা বৈশাখ ঘিরে তাই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বেচাকেনা। দাম ঈদের আগের তুলনায় খানিকটা কমলেও, বৈশাখের চাহিদাকে পুঁজি করে এখনও বিক্রি হচ্ছে চড়া দামেই। বিক্রেতারা বলছেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে বেড়েছে ইলিশের বেচাকেনা। তবে দাম আগের তুলনায় খানিকটা কম।

রাজধানীর কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মো. শুকুর আলী বলেন, জেলেদের জালে ইলিশ খুব কম ধরা পড়ছে। তবে পহেলা বৈশাখের আগে হিমায়িত ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। কিন্তু চাহিদা বাড়ায় দাম এখনও চড়াই রয়ে গেছে।
 এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়।

তিনি আরও বলেন, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০-২,০০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা, ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ২,২০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১,৬০০-১,৭০০ টাকা হারে বিক্রি হচ্ছে, আর ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে ১,৩০০-১,৪০০ টাকা পর্যন্ত।

আরেক বিক্রেতা হাসিব বলেন, পহেলা বৈশাখ ঘিরে চাহিদা বাড়ায় বেচাকেনা বেড়েছে। বাজারে পদ্মার ইলিশের দাম চড়া। প্রতি কেজি ২ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য এলাকার ইলিশ কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, এমনিতেই ইলিশের দাম চড়া। পহেলা বৈশাখ ঘিরে সেটি আরও চড়েছে। নাবিল নামে এক ক্রেতা বলেন, বাজারে পদ্মার ইলিশ নেই বললেই চলে। যাও মিলছে, সেগুলোর দামও চড়া। অন্যান্য এলাকার ইলিশে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই পদ্মার ইলিশের চাহিদা বেশি।

আরেক ক্রেতা অর্ণব বলেন, পহেলা বৈশাখে পরিবারের সবার সঙ্গে মিলে পান্তা-ইলিশ খাব, তাই ইলিশ কিনতে এসেছি। তবে বাজারে পদ্মার ইলিশের দাম চড়া। 

ইলিশের বাজারের যখন এই হাল তখন ঘাম ঝরাচ্ছে চালের দাম। বাজারে প্রতি কেজি মিনিকেট ৮৬-৯০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা ও নাজিরশাইল ৭৬-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে