শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ০৭:৪২:৪৬

অবশেষে সাবেক সেতুমন্ত্রী ও আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের....

অবশেষে সাবেক সেতুমন্ত্রী ও আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের....

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে জানা গেছে। ডিজিটাল সংবাদমাধ্যম 'সকাল সন্ধ্যা'র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের ফেসবুক পোস্টে এ তথ্য উঠে আসে।

তিনি জানান, তার এক বন্ধু হাসপাতালে চিকিৎসকের জন্য অপেক্ষা করার সময় আকাশি পোশাক পরা এক ব্যক্তিকে দেখে চিনে ফেলেন—তিনি ছিলেন ওবায়দুল কাদের।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। কেউ কেউ বলেছিলেন, তিনি ভারতে পালিয়ে গেছেন। এবার কলকাতায় তাকে দেখা যাওয়ার খবরে সেই গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে