এমটিনিউজ২৪ ডেস্ক : টঙ্গীর পাগার এলাকায় গাজীপুর সিটিকরপোরেশনের ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নুরুন্নবীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।
নুরুন্নবী টঙ্গীর পাগার এলাকার আটারকল নামক সাকিনের মিজানুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর পাগার এলাকা থেকে নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয়। নুরুন্নবীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নুরুন্নবীর বিরুদ্ধে মামলা নেই। তাকে সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতে গ্রেপ্তার করে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।