বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:২২:১০

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম কত হলো জানেন?

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম কত হলো জানেন?

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের দুর্বলতা, বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি ও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চাহিদা বাড়ায় বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ দশমিক ১২ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ২৭৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছিল।

আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২৮৬ দশমিক ৩০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ডলারের মান হ্রাস ও চলমান ঝুঁকি এড়ানোর প্রবণতা স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ডলার অবমূল্যায়ন ও চলমান ঝুঁকি এড়ানোর প্রবণতা স্বর্ণের পক্ষে কাজ করছে।’​

সিঙ্গাপুরভিত্তিক গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত অনিশ্চয়তা থাকবে, স্বর্ণের বাজার শক্তিশালী থাকবে।’

চলতি বছরে স্বর্ণের দাম এরইমধ্যে ২৪ শতাংশের বেশি বেড়েছে। এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, ‘বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলার পর্যন্ত উঠতে পারে। ছয় মাসের মধ্যে সেটা ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছানোও অস্বাভাবিক নয়।’

বিশ্লেষকরা মনে করছেন, চলমান বৈশ্বিক অনিশ্চয়তা ও বাণিজ্য উত্তেজনার কারণে স্বর্ণের বাজার আরও চাঙা হতে পারে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে