বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:১৭:৪৯

এবার এক লাফে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়লো ৩০৩৩ টাকা

এবার এক লাফে ভরি প্রতি স্বর্ণের দাম বাড়লো ৩০৩৩ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে। এতে করে রেকর্ড ভেঙে আবার রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতু। এ দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ৩৩ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার বার থেকে কার্যকর হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে