মেহেদী হাসান : আব্দুর রহিমের বাড়ি শেরপুরের নকলায়। ১৯৮০ সাল থেকে ময়মনসিংহের গৌরীপুরে বাস করছেন তিনি। সেখানে লজিং থেকে মাদরাসায় পড়াশোনা শুরু করেন।
১৯৯১ সালে তিনি লজিং থেকেই কামিল পাস করেন। এরপর শিক্ষকতা শুরু করেন তেরশিরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায়। এখনো তিনি লজিং থেকেই শিক্ষকতা করছেন।
এখনো লজিং থাকার কারণ জানতে চাইলে আব্দুর রহিম বলেন, বাড়িতে তার কিছুই নাই। তার আরো সাত ভাই ও এক বোন আছে। খুবই গরিব একটি পরিবারে তার জন্ম। তাই ছোটবেলা থেকেই লজিং থেকে পড়াশোনা চলছে।
এরপর মাদরাসায় চাকরি হলেও কোনো বেতন নেই। তাই লজিং থেকেই জীবন চালিয়ে নিচ্ছি এখনো। বিয়েও করা হয়নি।
এতদিনেও বিয়ে না করার কারণ হিসেবে আবদুর রহিম বলেন, আমার মতো লোকের কাছে কে মেয়ে বিয়ে দেবে? তবে আশায় আছেন জাতীয় স্কেলে বেতন হলে তিনি বিয়ে করবেন।
তিনি ছয় দিন আগে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। সবার সাথে প্রেস কাবের সামনের ফুটপাথেই রাত কাটাচ্ছেন তিনিও। -নয়া দিগন্ত
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস