শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১০:০৫

বাজারে এবার হঠাৎ সয়াবিন তেলের লিটার কত হলো জানেন?

বাজারে এবার হঠাৎ সয়াবিন তেলের লিটার কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আবারও পরিবর্তন দেখা যাচ্ছে। সয়াবিন তেল, মিনিকেট চাল ও দেশি পেঁয়াজ-এর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত কমেছে।

চালের বাজারে আবারও ঊর্ধ্বগতি
মিনিকেট চালের দাম গত মাসে বেড়ে যাওয়ার পরও কমেনি, বরং দুই সপ্তাহের ব্যবধানে আরও ২ থেকে ৩ টাকা বেড়েছে। রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজারে খুচরা দোকানগুলোতে মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চাল ৯৬ থেকে ৯৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড যেমন রশিদ, ডায়মন্ড, সাগর—এগুলো ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে নাজিরশাইল চাল ৮৫–৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ ৬০–৬২ টাকা এবং স্বর্ণা চাল ৫৫–৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, নতুন বোরো ধানের চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।

তেলের দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের কষ্টে ফেলেছে
সপ্তাহের শুরুতেই ভোজ্যতেল কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ১৪ টাকা বাড়িয়েছে। এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়, যা আগের দাম ছিল ১৭৫ টাকা।

এছাড়া খোলা সয়াবিন ও পাম তেল-এর দামও লিটারে ১২ টাকা বেড়েছে। মূল্যবৃদ্ধির এই ধারা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে। মোহাম্মদপুরের বাসিন্দা আতাবুল ইসলাম বলেন, “দুই থেকে তিন মাস ধরে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে চাল কিনছি। এখন হঠাৎ করে তেল ও পেঁয়াজের দামও বেড়েছে। সব মিলিয়ে মাসের খরচ বেড়ে গেছে।”

পেঁয়াজের বাজারেও মূল্যবৃদ্ধির ঝড়
দেশি পেঁয়াজের দামও ক্রমবর্ধমান। বড় বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০–৫৫ টাকায় এবং পাড়া-মহল্লায় এর দাম ৬০ টাকা পর্যন্ত উঠেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫–৪০ টাকায়। এই হঠাৎ মূল্যবৃদ্ধি পণ্যের সরবরাহ ও সংরক্ষণে সমস্যা থাকার ইঙ্গিত দেয়।

কমেছে মুরগির দাম, স্বস্তি কিছুটা
বাজারে বর্তমানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি বর্তমানে ১৬০–১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২২০–২৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগেই এই দুই ধরনের মুরগির দাম যথাক্রমে ২২০–২৩০ এবং ৩০০–৩৩০ টাকা পর্যন্ত ছিল।

সবজির দামও ঊর্ধ্বমুখী
গ্রীষ্মের সবজি বাজারে এলেও দাম কিছুটা বেশি। প্রতি কেজি পটোল ৬০–৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৬০–৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০–৬০ টাকা এবং লাউ ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সার্বিকভাবে বললে, নিত্যপণ্যের বাজারে সাম্প্রতিক এই দামের পরিবর্তন সাধারণ মানুষের মাসিক ব্যয়ে বড় প্রভাব ফেলছে। বিশেষত মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এটি বড় ধাক্কা।

বর্তমানে মিনিকেট চালের দাম কত?
ব্র্যান্ডভেদে মিনিকেট চালের দাম ৮৮ থেকে ৯৮ টাকা পর্যন্ত রয়েছে।
সয়াবিন তেলের নতুন দাম কত?
এক লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়।
পেঁয়াজের দাম কত বেড়েছে?
দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহে কেজিপ্রতি ১৫–২০ টাকা বেড়ে গেছে।
মুরগির দাম কমেছে কি?
হ্যাঁ, ব্রয়লার ও সোনালি মুরগির দাম ঈদের আগের তুলনায় কেজিতে ৬০–৭০ টাকা কমেছে।
সবজির দাম কেমন?
গ্রীষ্মকালীন সবজির দাম তুলনামূলক বেশি, ৫০ থেকে ৮০ টাকা প্রতি কেজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে